ফেসবুকের নতুন একটি ফিচার্ড আসছে

এখন থেকে ফেসবুকে আর লাইক বাটন থাকবে না কেমন লাগবে যদি সেই যায়গায় ফলোয়ার বাটন থাকে " বিস্তারিত পরে নিন।
Share it:

 



                            ফেসবুকের নতুন একটি ফিচার্ড আসছে




ফেসবুকের নতুন একটি ফিচার্ড আসছে 


সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক ‘লাইক’ অপশন নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে। তাই খুব তাড়াতাড়ি সামাজিক যোগাযোগ মাধ্যমটির পাবলিক পেজে লাইক বাটন বাতিল করবে।

বুধবার এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। খবর রয়টার্স।


ফেসবুক জানিয়েছে, বিভিন্ন অঙ্গনের তারকা, ব্যবসায়িক বা প্রাতিষ্ঠানিক পেজে লাইক দিয়ে পরবর্তী হালনাগাদ তথ্য পাওয়া যায়। নতুন করে সাজানোর পর আর সেই সুযোগ থাকবে না। সেক্ষেত্রে পেজের ফলোয়ার হলেই হালনাগাদ তথ্য পাবেন।


এখন থেকে ফেসবুকের পাবলিক পেজে শুধু ফলোয়ার সংখ্যা দেখা যাবে। নিউজফিডে সবাই নিজের মতামত জানাতে পারবেন। ভক্তদের সঙ্গে সেখানেই যোগাযোগ রাখতে পারবেন তারকারা।


এ ধরনের পরিবর্তনের ব্যাপারে ফেসবুক বলছে, আমরা লাইক বাটন সরিয়ে দিচ্ছি। গুরুত্ব দেয়া হচ্ছে ফলোয়ারদের দিকে।

আমার কাছে মনে হলো সেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।



ব্যবহারকারীরা যাতে তাদের প্রিয় পেজগুলোর সঙ্গে আরো সহজে যোগাযোগ রাখতে পারে তাই ফেসবুকের এমন উদ্যোগ।






Share it:

Facebook

Tips & Triks

Post A Comment:

0 comments: